পুলিশ সূত্রের খবর
ম্যানহাটনের ফ্ল্যাটে ইতালির নাগরিককে কয়েক সপ্তাহ আটকে নির্যাতন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৪ ২০২৫, ২০:৪৩ হালনাগাদ: অক্টোবর ৮ ২০২৫, ১১:২০

ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানহাটনের প্রিন্স স্ট্রিটের একটি বাড়ি থেকে শুক্রবার ৩৭ বছর বয়সী জন ওয়েলজকে গ্রেপ্তার করেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানহাটনের প্রিন্স স্ট্রিটের একটি বাড়ি থেকে শুক্রবার ৩৭ বছর বয়সী জন ওয়েলজকে গ্রেপ্তার করেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

  • 0

নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ৩৭ বছর বয়সী জন ওয়েলজকে কেনটাকির ক্রিপ্টো ব্যবসায়ী হিসেবে শনাক্ত করেছে বাহিনীটি।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি ফ্ল্যাটে কয়েক সপ্তাহ ধরে নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি ইচ্ছার বিরুদ্ধে আটক ইতালির এক নাগরিক মুক্ত হতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।

নিউ ইয়র্ক (এনওয়াই) ডেইলি নিউজে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ৩৭ বছর বয়সী জন ওয়েলজকে কেনটাকির ক্রিপ্টো ব্যবসায়ী হিসেবে শনাক্ত করেছে বাহিনীটি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বেআইনিভাবে দেহে আঘাতের দুটি এবং অপহরণ, অবৈধ আটক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার একটি করে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওয়েলজকে।

পুলিশের একটি সূত্র জানায়, ২৮ বছর বয়সী ভুক্তভোগী শুক্রবার সকাল ১০টার দিকে প্রিন্স স্ট্রিট ও মালবেরি স্ট্রিটের কোনার কাছাকাছি ফ্ল্যাটটি থেকে পালাতে সক্ষম হন। ভুক্তভোগী একজন ট্রাফিক এজেন্টকে বিষয়টি অবহিত করলে ওই এজেন্ট তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ভুক্তভোগী পুলিশকে জানান, ক্রিপ্টো কারেন্সি নিয়ে পারস্পরিক আগ্রহের পরিপ্রক্ষিতে ওয়েলজের সঙ্গে তিনি দেখা করেন। তিনি গত ৬ মে অ্যামেরিকায় এসে ওয়েলজের ফ্ল্যাটে ওঠেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ সূত্রগুলো জানায়, ওয়েলজের বাসায় ইতালির নাগরিকের পাসপোর্ট কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে বেঁধে নির্যাতন করা হয়।

ওই ব্যক্তিকে কী ধরনের নির্যাতন করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ, তবে বাহিনীর সূত্রগুলো ডেইলি নিউজকে জানায়, তাকে বৈদ্যুতিক টেপ দিয়ে বেঁধে শক দেওয়া হয়েছে।