পাকিস্তানে আবারও সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২৫, ৯:৫৫

আগস্টে একই মডেলের আরেকটি হেলিকপ্টার বন্যা ত্রাণ তৎপরতা চালানোর সময় বিধ্বস্ত হয়। ছবি: এক্স

আগস্টে একই মডেলের আরেকটি হেলিকপ্টার বন্যা ত্রাণ তৎপরতা চালানোর সময় বিধ্বস্ত হয়। ছবি: এক্স

  • 0

চিলাসের থর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

সোমবার পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলার চিলাস শহরের কাছে স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট ও ৩ জন কারিগরি কর্মী নিহত হয়েছেন।

গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে জানান, বিমানটি দিয়ামার জেলার চিলাস এলাকায় বিধ্বস্ত হয়েছে। চিলাসের থর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দিয়ামার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় নতুন প্রস্তাবিত একটি হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর বলেও জানান আব্দুল হামিদ।

দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি, ধারণা করা হচ্ছে এটি একটি এমআই- ১৭ হেলিকপ্টার।

এর আগে আগস্টে একই মডেলের আরেকটি হেলিকপ্টার খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যা ত্রাণ তৎপরতা চালানোর সময় বিধ্বস্ত হয়।