‘স্টারজন মুন’ দেখা যাবে ১ অগাস্ট

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১১:২২

‘স্টারজন মুন’ দেখা যাবে ১ অগাস্ট
  • 0

রাতের আকাশে অগাস্টের প্রথম পূর্ণিমার চাঁদ মঙ্গলবার উজ্জ্বলভাবে আলোকিত হবে যা ‘স্টারজন মুন’ নামেও পরিচিত।

এদিন রাতের আকাশের চাঁদ গড় পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল এবং বড় দেখাবে। পরপর চারটি সুপারমুনের মধ্যে দ্বিতীয় হচ্ছে ১ অগাস্টের পূর্ণিমা। এটি ঘটে যখন চাঁদের কক্ষপথ পৃথিবীর নিকটতম হয় এবং একই সময়ে চাঁদ পূর্ণ হয়। সুপারমুন গুলি একটি গড় চাঁদের চেয়ে প্রায় ১৬ শতাংশ উজ্জ্বল হয়।

সুপারমুন ৩০ অগাস্ট রাতে আরও কাছাকাছি আসবে তখন এটি একটি বিরল ব্লু মুন হবে। এক মাসে দুটি পূর্ণিমা হলে এ বিরল ঘটনা ঘটে। নাসা বলছে, ব্লু মুনের রঙ আসলে নীল নয়।

জ্যোতির্বিজ্ঞানের ভক্তরা গড়ে প্রতি তিন বছরে একবার ব্লু মুন দেখতে পান। এবারের পর আবার ব্লু মুন দেখা যাবে ২০২৬ সালের মে মাসে।

এ বছর পরপর চারটি সুপারমুনের মধ্যে শেষটি হবে ২৮ সেপ্টেম্বরের ‘হার্ভেস্ট মুন’।

প্রতি বছর অগাস্টের প্রথম পূর্ণিমার চাঁদকে ‘স্টারজন মুন’ বলা হয় কারণ গ্রীষ্মের এই সময়ে গ্রেট লেক এবং লেক চ্যামপ্লেইনে স্টারজন মাছ সহজেই ধরা পড়ে। ‘স্টারজন মুন’ এর আগে এই বছর ‘বাক মুন’ ছিল।

এই অগাস্টের প্রথম সুপারমুনের চাঁদ দেখা যাবে মঙ্গলবার রাত ৮টার পর। ফার্মারস আলমানাক নামের একটি ওয়েব পেইজে বিভিন্ন জিপ কোডের উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় দেখা যায়।

পার্সিডস উল্কাবর্ষণকেও আগস্টের প্রথম সুপারমুন প্রভাবিত করে, এতে প্রতি ঘণ্টায় ৫০-১০০ টি ‘শুটিং স্টার’ রয়েছে। আগামী ১২ ও ১৩ আগস্ট সর্বোচ্চ উল্কা বৃষ্টি হবে। তবে চাঁদের উজ্জ্বলতার কারণে এ দৃশ্য দেখা কঠিন হবে।

আলাবামার হান্টসভিলে অবস্থিত নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের মেটিওরয়েড এনভায়রনমেন্ট অফিসের প্রধান নাসার জ্যোতির্বিজ্ঞানী বিল কুক এক ব্লগ পোস্টে বলেন, ‘দুঃখজনকভাবে, এ বছরের পার্সিডস স্পটারদের জন্য সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যাবে।’

কুক বলেন, ‘উত্তর আমেরিকায় আমরা সাধারণত ঘণ্টায় ৫০ থেকে ৬০টি উল্কাপাত দেখতে পাই, কিন্তু এ বছর স্বাভাবিক থেকে পূর্ণিমার চাঁদ তা ঘণ্টায় ১০-২০-এ নামিয়ে আনবে।


0 মন্তব্য

মন্তব্য করুন