ট্রাম্পের করা মামলা নিষ্পত্তিতে সাড়ে ২৪ মিলিয়ন ডলার ‘দেবে’ ইউটিউব

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯ ২০২৫, ২২:৫৮ হালনাগাদ: নভেম্বর ৯ ২০২৫, ৮:৪৬

একটি ডিভাইসে ইউটিউব অ্যাপ। ছবি: রয়টার্স

একটি ডিভাইসে ইউটিউব অ্যাপ। ছবি: রয়টার্স

  • 0

চলতি বছরে অর্থের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে সম্মত হয় মেটা ও এক্স।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের করা একটি মামলা নিষ্পত্তিতে সাড়ে ২৪ মিলিয়ন (দুই কোটি ৪৫ লাখ) ডলার দিতে রাজি হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

আদালতে জমা দেওয়া নথির বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

ক্যাপিটলে ২০২১ সালের দাঙ্গার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল ইউটিউব। এর পরিপ্রেক্ষিতে প্ল্যাটফর্মটির নামে মামলা করেন ট্রাম্প।

রয়টার্স জানায়, তৃতীয় বৃহত্তম টেক কোম্পানি হিসেবে ২০২১ সালের জুলাইয়ে রক্ষণশীলদের দৃষ্টিভঙ্গি রুদ্ধ করার অভিযোগে ট্রাম্পের করা মামলা নিষ্পত্তির চুক্তি করল গুগল।

ওই বছরে করা ট্রাম্পের মামলার অন্য বিবাদীরা ছিল টুইটার, যা বর্তমানে এক্স হিসেবে পরিচিত, ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা, আলফ্যাবেটের মালিকানাধীন গুগল এবং তাদের প্রধান নির্বাহীরা।

এর আগে চলতি বছরে অর্থের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে সম্মত হয় মেটা ও এক্স।

ইউটিউবের মামলা নিষ্পত্তি চুক্তি অনুযায়ী, ট্রাম্পের পক্ষ হয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির কাছ থেকে ২২ মিলিয়ন তথা দুই কোটি ২০ লাখ ডলার পাবে অলাভজনক সংস্থা ‘ন্যাশনাল মল’। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, সংস্থাটি হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারের বলরুমে নির্মাণে নিয়োজিত।

ট্রাম্পের মেয়াদ শেষের সময় ২০২৯ সালের জানুয়ারির অনেক আগেই ৯০ হাজার বর্গফুটের স্থাপনাটির নির্মাণকাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।

ইউটিউব বাকি অর্থ দেবে মামলার অন্য বাদীদের, যাদের মধ্যে অন্তর্ভুক্ত অ্যামেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও অ্যামেরিকান লেখক নাওমি ওলফ।

চুক্তি অনুযায়ী, কোনো ধরনের অন্যায়ের কথা স্বীকার করেনি ইউটিউব। নিষ্পত্তির অংশ হিসেবে তারা পণ্য কিংবা নীতিগত কোনো পরিবর্তনও আনবে না।