ফেডারেল সরকার ‘গোল্ডেন ডোম’ নামের একটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ ব্যবস্থা নির্মাণে খরচ হবে বিলিয়ন বিলিয়ন ডলার।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির কথা কয়েক মাস ধরে বলে আসছিলেন ট্রাম্প। এসব হুমকি মোকাবিলায় এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে তাগিদ দিয়ে আসছিলেন তিনি।
গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একই সঙ্গে স্যাটেলাইট ও মহাকাশভিত্তিক অস্ত্র ব্যবহার করা হবে। এটি অ্যামেরিকার ওপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহার করা হবে।
ট্রাম্প মনে করেন, নির্মাণ সম্পন্ন হলে গোল্ডেন ডোম হবে বিশ্বের সর্বোত্তম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এ নিয়ে হোয়াইট হাউযের ওভাল অফিসে ট্রাম্প বলেন, নির্মাণ পুরোপুরি সম্পন্ন হলে পৃথিবীর অন্যান্য প্রান্ত কিংবা মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা প্রতিহত করতে সক্ষম হবে গোল্ডেন ডোম। অ্যামেরিকার হাতে আসবে এ যাবতকালে নির্মিত সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
বক্তব্যের সময় ট্রাম্পের পাশে ছিলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। তিনি প্রকল্পটিকে ‘গেম চেঞ্জার’ আখ্যা দেন।
ট্রাম্প জানান, তার প্রশাসন প্রকল্পের রূপরেখার বিষয়ে সিদ্ধান্তে এসেছে। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে আগামী তিন বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাটি চালু হতে পারে।
প্রেসিডেন্ট আরও জানান, ইউএস স্পেস ফোর্সের ভাইস চিফ অব অপারেশন্স জেনারেল মাইকেল গুটলেইন গোল্ডেন ডোম নির্মাণের অগ্রগতি তদারকি করবেন।
গোল্ডেন ডোম নির্মাণে এরই মধ্যে ফেডারেল বাজেটে ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন ট্রাম্প। বিশাল আকারের বাজেট বিলটি আসন্ন সপ্তাহগুলোতে পাসের আশা করছেন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতারা।
এর আগে চলতি মাসে কংগ্রেশনাল বাজেট অফিস জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মহাকাশভিত্তিক এ ব্যবস্থা মোতায়েন ও চালু রাখতে আগামী দুই দশকে ব্যয় হতে পারে ১৬১ বিলিয়ন থেকে ৫৪২ বিলিয়ন ডলার।
ট্রাম্প মঙ্গলবার জানান, ব্যবস্থাটি তৈরিতে ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করছেন তিনি।