টেক্সাসে কোকেইনসহ গ্রেফতার মেক্সিকান কাউন্সিলর

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ১৫:৫৯

টেক্সাসের সীমান্ত এলাকা থেকে দেখা যায় মেক্সিকোর রেয়নোসা সিটির সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

টেক্সাসের সীমান্ত এলাকা থেকে দেখা যায় মেক্সিকোর রেয়নোসা সিটির সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

  • 0

গাড়িতে কোকেইন বহন করার অভিযোগে অ্যামেরিকার টেক্সাস সীমান্ত থেকে মেক্সিকান সিটি কাউন্সিলর ডেনিজে অ্যাহাম্যাডাকে গ্রেফতার করেছে ইউএস বর্ডার পেট্রল।

অ্যাহাম্যাডা মেক্সিকোর রেয়নোসা সিটির কাউন্সিলর। প্রসিকিউটররা জানান, টেক্সাসের সীমান্তের চেকপয়েন্টে তার গাড়ি থেকে ৯৩ পাউন্ড কোকেইন জব্দ করা হয়েছে।

ঘটনানি গত ১০ জুনের হলেও তা বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে বর্ডার পেট্রল। তাতে বলা হয়েছে, টেক্সাসের ফ্যালফারায়াস চেক পয়েন্টে গাড়িটির এক্সরে স্ক্যানিংয়ে দেখা যায়, এর দরজার প্যানেল ও সিটে কিছু আড়াল করা আছে। বর্ডার পেট্রল এজেন্টরা তল্লাশি চালিয়ে ফয়েল ও ডাক্ট টেপে মোড়ানো ৪২ প্যাকেট কোকেইন খুঁজে পান।

প্রসিকিউটররা জানান, কোকেইনগুলো টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে সরবরাহের জন্য নেয়া হচ্ছিল। বিষয়টি অ্যাহাম্যাডা বর্ডাল পেট্রল এজেন্টদের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন