অস্ট্রেলিয়ায় গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২৫, ৫:৫৩

গাড়িটিতে থাকা চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। ছবি: সেভেন নিউজ

গাড়িটিতে থাকা চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। ছবি: সেভেন নিউজ

  • 0

গাড়িতে থাকা চারজনই অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার নিউক্যাসেলের মেইফিল্ড ইস্টে মেইটল্যান্ড রোডে শনিবার গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

সেভেন নিউজ জানায়, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়িটিতে আগুন ধরে গেলে ভেতরে আটকা পড়ে দুই তরুণের মৃত্যু হয়। গাড়িটিতে থাকা চারজনই বাংলাদেশি শিক্ষার্থী বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই পথচারীরা ২৪ বছর বয়সী চালক ও পেছনের সিটে থাকা ১৯ বছর বয়সী এক তরুণকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করেন। এসময় অন্য দুই যাত্রী ভেতরে আটকা পড়েন।

আটকে পড়া দুই যুবককে গুরুতর দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জন হান্টার হাসপাতালে নিয়ে যান। তবে সেখানেই তাদের মৃত্যু হয়। নিহত দুজনের বয়স ২০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।

গাড়িটির চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং পুলিশ হেফাজতে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। অপর জীবিত যাত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গাড়িতে থাকা চারজনই অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।