টোকিও অলিম্পিকস চলাকালীন মানসিক অবসাদের কারণে জিমন্যাস্টিকস থেকে সাময়িক বিরতি নেন বাইলস। তার দুই বছর পর সামনের আগস্টের ইউএস ক্ল্যাসিকস আসরে খেলবেন তিনি।
ইলিনয়ের হফম্যান এস্টেটের নাও অ্যারেনায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
ইউএসএ জিমন্যাস্টিকসের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ৫ আগস্ট ইউএস ক্ল্যাসিকসের জন্য নারী দলে রাখা হয়েছে বাইলসকে।
২০২১ সালে টোকিও অলিম্পিকস চলার সময়ে মানসিক অবসাদের কারণে অল-রাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সাসাইজে অংশ নেননি বাইলস। সেবার শুধু ব্যালান্স বিম ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জেতেন ২৬ বছর বয়সী এ জিমন্যাস্ট।
দুই বছর ফ্লোরের বাইরে থাকার পর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসে অংশ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন বাইলস। ফিরে আসার ধারাবাহিকতায় ইউএস ক্ল্যাসিকসে অংশ নিতে যাচ্ছেন তিনি।