বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে বীরোচিত সম্মান, কৃতজ্ঞতা বাবার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬ ২০২৫, ৬:৪৯ হালনাগাদ: ডিসেম্বর ২ ২০২৫, ২২:৫৬

বীরোচিত সম্মানে বিদায় জানানো হয় দিদারুল ইসলামকে। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

বীরোচিত সম্মানে বিদায় জানানো হয় দিদারুল ইসলামকে। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

  • 0

নিজের একমাত্র ছেলের মুত্যুর খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিদারুলের পিতা।

কথায় আছে কীর্তিমানের মৃত্যু নেই। কথাটি একেবারে মিলে যায় বাংলাদেশি অ্যামেরিকান এনওয়াইপিডি ডিটেকটিভ অফিসার দিদারুলের বেলায়।

বিশ্বের অন্যতম সেরা শহরকে নিরাপদ রাখতে নিজের জীবন উৎস্বর্গ করা দিদারুল যেন এক বীর। তাই সহকর্মী থেকে নগরবাসী, সবাই চোখের জলে বিদায় জানালেও অন্তরে অনন্তকাল থেকে যাবেন বাংলাদেশের কুলাউড়ার সন্তান দিদারুল।

এনওয়াইপিডির তথ্য মতে, নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে সক্রিয় অফিসার আছেন প্রায় ৩৪ হাজার। যার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত প্রায় ১ হাজার। সেখানে গত ১০ বছরে সিটিতে দায়িত্বরত অবস্থায় নানা কারণে খুন হয়েছেন ১২ জন অফিসার। যার মধ্যে একমাত্র বাংলাদেশি ছিলেন দিদারুল। ২ সন্তান ও অনাগত সন্তান রেখে যাওয়া দিদারুল সেখানে দৃষ্টান্ত স্থাপন করলেন।

অ্যামেরিকার নিরাপত্তার জন্য জীবন বিলিয়ে দিলেন বাংলাদেশের এ কৃতি সন্তান। যা দিদারুলের পিতার শোককে করেছে শক্তি।

সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো এনওয়াইপিডি ডিটেকটিভ দিদারুল ইসলামকে বীরোচিত সম্মান জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানালেন তার বাবা আব্দুর রব।

নিজের একমাত্র ছেলের মুত্যুর খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিদারুলের পিতা। কিন্তু বীর সন্তান জন্ম দেয়া আবদুর রব দমে যাবার মানুষ নন।

নাতিদের দিদারুলের মত অকুতোভয় হিসেবে বড় করার দায়িত্ব নিচ্ছেন। তবে, সিটির নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার পরামর্শ গর্বিত এ পিতার।

সেই সঙ্গে পরিবারের এ কঠিন সময়ে শুধু শ্রদ্ধা বা শোক জানানো নয়, আগামীতে এ শহরের জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সবাইকে সুখে দুঃখে তাদের পাশে পাবেন, এমনটাই প্রত্যাশা করেন তিনি।