ভিক্টোরিয়া ২০২২ সালের এপ্রিলে নিজ থেকে কমনওয়েলথ গেমস আয়োজন করতে আগ্রহ প্রকাশ করে। তবে, গেমসের জন্য সম্ভাব্য খরচ দ্বিগুনেরও বেশি বেড়ে যাওয়ায় ভিক্টোরিয়া সরকার আয়োজন করা থেকে সরে এসেছে।
মঙ্গলবার খরচ নিয়ে ভিক্টোরিয়া স্টেইট প্রধান বলছেন, এ খরচ রাষ্ট্রের পক্ষে বহন করার জন্য ‘সত্যিকার অর্থে খুব বেশি’ হয়ে গেছে।
গেমস কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে অভিহিত করেছে। কমনওয়েলথ গেমস প্রতি চার বছরে আয়োজিত হওয়া একটি মাল্টি-স্পোর্টস টুর্নামেন্ট।
শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ গেমস আয়োজন বাতিল করা হয়েছিল।
গেমসে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের অবশ্যই কমনওয়েলথের ৫৬ টি সদস্য দেশের মধ্যে একটি হতে হবে। কমনওয়েলথের বেশিরভাগ সদস্য একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, আয়োজকরা প্রাথমিকভাবে অনুমান করেছিলেন, গিলং, বেন্ডিগো ও বালারাত সহ কয়েকটি শহরে আয়োজিত এই ইভেন্টের জন্য ব্যয় হবে ২.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১.৪ বিলিয়ন পাউন্ড বা ১.৮ বিলিয়ন ডলার) এবং স্টেইটের সরকার এটিকে এ সকল অঞ্চলের উন্নতি হিসাবে বিবেচনা করেছিল।
বর্তমান হিসেবে দেখা যাচ্ছে ১২ দিনের এ গেমস আয়োজন করতে ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি ব্যয় হবে। ভিক্টোরিয়া সরকার গেমসের আগে স্টেডিয়াম আপগ্রেড করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনও সম্পন্ন করবে। তবে আবাসন ও পর্যটন খাতে যে অর্থ দরকার ছিল তা বেঁচে যাবে।
কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ জানিয়েছে তারা ২০২৬ সালের গেমসের জন্য আরেকটি অস্ট্রেলিয়ান আয়োজক খোঁজার চেষ্টা করবে।