নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে সপ্তাহান্তে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, ইনউড এলাকার ওয়েস্ট টুহান্ড্রেডফোর্থ স্ট্রিট ও ওয়েস্ট টুহান্ড্রেডসেভেন্থ স্ট্রিটের মাঝে শেরম্যান অ্যাভিনিউর সাত তলা ভবনটিতে শনিবার রাত সোয়া সাতটার দিকে আগুন ধরে।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, ইটের প্রাচীন ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
সিটিজেন অ্যাপের ভিডিওতে দেখা যায়, ভবন থেকে উড়ছে ধোঁয়া। মই বেয়ে আগুনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ারফাইটাররা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক সাড়াদানকারীরা ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হসপিটালে পাঠান, যেখানে তাকে মৃত বলে জানানো হয়।
কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় সাড়া দেন ৭০ জন ফায়ারফাইটার ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কর্মী।
এ আগুনের কারণ শনাক্তের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।