বাইডেনের শরীরে ‘আগ্রাসী’ প্রোস্টেট ক্যানসার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৮ ২০২৫, ২০:৩১ হালনাগাদ: নভেম্বর ২৮ ২০২৫, ৮:১২

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

  • 0

সাবেক প্রেসিডেন্টের দপ্তর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ‘আগ্রাসী ধরনের’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে হাড়ে।

সাবেক প্রেসিডেন্টের দপ্তর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাইডেন ও তার পরিবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগগুলো পর্যালোচনা করছে।

বিবৃতিতে বলা হয়, প্রস্রাবে লক্ষণ স্পষ্ট হওয়ার পর শুক্রবার ক্যানসার পরীক্ষা করা হয় বাইডেনের।

এতে উল্লেখ করা হয়, সাবেক প্রেসিডেন্টের দেহে আগ্রাসী ধরন শনাক্ত হলেও ক্যানসারটি দৃশ্যত হরমোন সংবেদনশীল। ফলে কার্যকর ব্যবস্থাপনার সুযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয় জো বাইডেনের। ওই দিন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অভিষেক হয় ডনাল্ড ট্রাম্পের।

এর আগে ২০২১ থেকে ২০২৫ নাগাদ অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। গত বছরের জুলাইয়ে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে আকস্মিক সরে দাঁড়ান তিনি।

রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্স নিয়ে দলের মধ্যে অসন্তোষের মধ্যে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডেমোক্র্যাটিক পার্টির বর্ষীয়ান এ রাজনীতিক।

বাইডেন সরে গেলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গত নভেম্বরের নির্বাচনে হেরে যান।

অ্যামেরিকায় গত নির্বাচনকেন্দ্রিক বিতর্কে অংশ নেওয়ার আগেই গণমাধ্যমের আতশি কাঁচের নিচে ছিল বাইডেনের শারীরিক সুস্থতা ও মানসিক ক্ষিপ্রতা।