সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রার সময় সোমবার সকালে ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
ক্ষমতাসীন বিজেপি এবং নির্বাচন কমিশনের সংঘটিত ভোটার জালিয়াতির প্রতিবাদে বিজেপির সাথে নির্বাচন কমিশনের যোগাযোগের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয়।
এর আগে, পরিবহন ভবনের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানো হলে, সমস্ত সংসদ সদস্য সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।
আটকের পর রাহুল গান্ধী বলেন , ‘আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।’
দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত আটকের বিষয়টি নিশ্চিত করলেও কতজন নেতাকে আটক করা হয়েছে সেটি জানাতে অস্বীকৃতি জানান। তিনি সাংবাদিকদের বলেন, আটককৃত ইন্ডিয়া ব্লক নেতাদের নিকটবর্তী একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ দেবেশ কুমার মাহলা বলেন, নির্বাচন কমিশন বলেছিল ৩০ জন সাংসদ তাদের সাথে দেখা করতে পারবেন। তবে ২০০ জনেরও বেশি লোক মিছিল নিয়ে এসেছিল। আইনশৃঙ্খলার অবনতি রোধ করার জন্য আমরা তাদের থামিয়ে দেই। তারপর তাদের আটক করা হয়। কিছু সাংসদ ব্যারিকেড লাফিয়ে যাওয়ার চেষ্টা করায় তাদেরও আটক করা হয়।’
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।