ম্যানহাটনে গাড়ির ধাক্কায় নিহত ১, চালক গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১১:২১

ম্যানহাটনের গ্র্যামারসি পার্কে মারাত্মক গাড়ি দুর্ঘটনা। ছবি: সিবিএস নিউয

ম্যানহাটনের গ্র্যামারসি পার্কে মারাত্মক গাড়ি দুর্ঘটনা। ছবি: সিবিএস নিউয

  • 0

নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যামারসি পার্কে পথচারীর ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও তিন পথচারী। গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্র্যামারসি পার্কের তৃতীয় অ্যাভিনিউয়ের টুয়েন্টি ওয়ান স্ট্রিটে রোববার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। একজন সাইকেল আরোহীকে এড়ানোর চেষ্টা করেছিলেন গাড়ির চালক। তবে নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সাবেক অ্যাকাডেমির পাশেই এ দুর্ঘটনা ঘটে।

গাড়ির ২৬ বছর বয়সী চালক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘হান্ডে সোনাটা মডেলের গাড়িটি উত্তর দিকে যাচ্ছিল। আচমকা সেটি রাস্তার পাশে থাকা একটি কিয়স্কে ধাক্কা খায়। মনে হয়েছে যেন গ্রেনেড ফেটেছে।’

দুর্ঘটনায় আহতদের বেলভিউ হসপিটালে নেয়ার পর চিকিৎসক ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। 

আহত ২৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। 

নিউ ইয়র্কের বিভিন্ন শহরে অভিবাসীদের আশ্রয় দেয়া হয়ছে। তাই আহতদের ভেতর কোনো অভিবাসী আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন