সুদানে সংঘর্ষে জাতিসংঘের কর্মী নিহত, তীব্র নিন্দা গুতেরেসের

বাসস

এপ্রিল ১৭ ২০২৩, ১৮:০৮

সুদানে সংঘর্ষে জাতিসংঘের কর্মী নিহত, তীব্র নিন্দা গুতেরেসের
  • 0

সুদানে দুই নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বিশ্ব খাদ্য কর্মসূচীর তিন কর্মী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘উত্তর দারফুরে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মী নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বহু বেসামরিক হতাহত হয়েছে। গুতেরেস এ ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।’

ডুজারিক আরও জানান, ‘অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে আঞ্চলিক নেতা ও সুদানের কর্তৃপক্ষকে সংলাপে ফেরার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ প্রধান।'

কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার রুদ্ধদ্বার বৈঠকে সুদানের পরিস্থিতি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে।

দেশটিতে রোববার থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে সোমবার দুপুর পর্যন্ত ১০০ বেসামরিক নাগরিক নিহতের খবরে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। প্রতিবেশী মিশর ও সাদ সুদানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন