গালতিয়ে এক বছর পিএসজির দায়িত্ব ছিলেন। তার সময়ে পিএসজি ফরাসি লিগ জিতলেও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হয়। এনরিকের সামনে মূল চ্যালেঞ্জ পিএসজিকে ইউরোপ সেরার খেতাব জেতানো।
বার্সেলোনার হয়ে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জিতেছিলেন এনরিকে। ওই স্কোয়াডের অন্যতম সদস্য নেইমারকে পিএসজিতে পাচ্ছেন ৫৩ বছর বয়সী এ ট্যাকটিশিয়ান।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে ছিলেন এনরিকে। ২০১৫ সালের ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারও পান তিনি।
এরপর স্প্যানিশ জাতীয় দলের দেখভাল করেন ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত। বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছেড়ে দেন তিনি।
পিএসজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দলের হয়ে শিগগিরই প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন নতুন কোচ।