স্বাস্থ্য ঝুঁকির কারণে প্রাইম ড্রিংক বিক্রি বন্ধ করছে ক্যানাডা

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ৩:৫৯

প্রাইমে সাধারণ মাত্রার চেয়ে দ্বিগুণ ক্যাফিন পেয়েছে ক্যানাডার স্বাস্থ্য সংস্থা। ছবি: টুইটার

প্রাইমে সাধারণ মাত্রার চেয়ে দ্বিগুণ ক্যাফিন পেয়েছে ক্যানাডার স্বাস্থ্য সংস্থা। ছবি: টুইটার

  • 0

দুই জনপ্রিয় ইউটিউবার লোগান পল ও কএসআই এর প্রাইম ব্র্যান্ডের সফট ড্রিংক বাজার থেকে বাজেয়াপ্ত করার প্রস্তুতি নিচ্ছে ক্যানাডা। চলতি বছর বাজারজাত করা হয় প্রাইম।

ক্যানাডার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রাইম প্রবেশ না করলেও অনেক দোকানেই এটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। আর খুব শিগগিরই দেশটিতে প্রাইম তার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

ক্যানাডার ফুড ইন্সপেকশন এজেন্সির নিয়ন অনুযায়ী, কোনো ধরনের পানীয়র একটি সার্ভিংয়ে ১৮০ মিলিগ্রামের বেশি ক্যাফিন থাকতে পারবে না।

প্রাইমের একটি সার্ভিংয়ে আছে ২০০ মিলিগ্রামেরও বেশি। জনপ্রিয় এনার্জি ড্রিংক রেড বুলের ২৫০ মিলিগ্রামের একটি ক্যানে থাকা ক্যাফিনের চেয়েও প্রাইমে ক্যাফিনের মাত্রা দ্বিগুণেরও বেশি।

প্রাইম অবশ্য জানিয়েছে তারা ক্যানাডায় যে বোতলগুলো বাজারজাত করবে তাতে ১৪০ মিলিগ্রামের বেশি ক্যাফিন থাকবে না।

ফুড ইন্সপেকশন এজেন্সি ভোক্তাদের ১৮০ মিলিগ্রাম ক্যাফিন সমৃদ্ধ পানীয় পান, বিক্রি ও বিতরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তারা বাজার থেকে অবৈধ প্রাইম বাজেয়াপ্ত করার পাশাপাশি ভবিষ্যতে যখন প্রাইম আনুষ্ঠানিকভাবে ক্যানাডায় বিক্রি শুরু করবে তখনও পানীয়টির দিকে নজর রাখবে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।


0 মন্তব্য

মন্তব্য করুন