পাম বে পুলিশ জানায় রোববার দুপুর ১ টার দিকে তারা গাড়িতে একটি অচেতন শিশুর খবর পায়। শিশুটিকে তিনঘন্টার জন্য গাড়িতে রেখে চার্চে গিয়েছিলেন মা-বাবা।
সে কখন মারা গেছে এই ব্যপারে কোন তথ্য নেই পুলিশের কাছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পাম বে পুলিশ চিফ মারিও অওগেলো বিবৃতিতে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা, আমরা পরিবারটিকে সমবেদনা জানাচ্ছি’
অরলান্ডো থেকে ৭৫ মাইল দক্ষিণপূর্বে পাম বে অবস্থিত। রোববার মধ্য দুপুরে এলাকার তাপমাত্রা ৭০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এসময় গাড়ির ভিতর ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে।
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ২০২২ সালে অ্যামেরিকায় ৩৩টি শিশু গাড়িতে হিটস্ট্রোকে মারা গেছে।