সেভিয়াকে শুট আউটে হারিয়ে সুপার কাপ সিটির

টিবিএন ডেস্ক

আগস্ট ১৬ ২০২৩, ২১:২৪

জয়ের পর ট্রফি নিয়ে সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: টুইটার

জয়ের পর ট্রফি নিয়ে সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: টুইটার

  • 0

স্প্যানিশ ক্লাব সেভিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে ইউয়েফা সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নির্ধারিত ৯০ মিনিট ম্যাচ ১-১ সমতায় থাকার পর, খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় পায় সিটি।

গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে বুধবারের ম্যাচে টানা দ্বিতীয় ইউরোপীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামে ম্যান সিটি। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।

ইংলিশ চ্যাম্পিয়নদের চমকে দিয়ে ম্যাচে লিড নিয়ে নেয় সেভিয়া। মারকোস আকুনিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন ইউসেফ এল-নেসাইরি।

প্রথমার্ধে সেভিয়াকে জবাব দিতে পারেনি ম্যান সিটি। ম্যাচে সমতা ফেরাতে তাদের অপেক্ষায় থাকতে হয় ৬৪ মিনিট পর্যন্ত।

রদ্রির পাস থেকে কোল পামারের দারুণ এক গোল স্কোরলাইনকে ১-১ বানিয়ে দিলে ম্যাচে ফেরে সিটি।

পরের প্রায় আধঘণ্টা সময় আক্রমণ-পালটা আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।

টুর্নামেন্টে অতিরিক্ত সময়ের বিধান না থাকায় জয়-পরাজয় নির্ধারণ করতে শুরু হয় টাইব্রেক।

পেনাল্টি শুট আউটে ম্যানচেস্টার সিটির পক্ষে পাঁচটি শটের পাঁচটির লক্ষ্যভেদ করেন আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেস, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার।

অন্যদিকে, সেভিয়ার হয়ে প্রথম চারটি শটে স্কোর করেন লুকাস ওকামপোস, রাফা মির, ইভান রাকিটিচ ও গনসালো মন্তিয়েল। পঞ্চম ও শেষ শট মিস করেন নেমানিয়া গুদেলি।

ফলে, নতুন মৌসুমের প্রথম ও টানা দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার স্বাদ নেয় সিটি।