সেটিল শহরের মেয়র স্টিভ বুপপ্রি শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেন। দ্রুত দাবানল ছড়িয়ে পরায় সবাইকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেন তিনি।
কুইবেকের এমপি স্টিফেন লযন অটোয়াতে সংবাদ সম্মেলনে বলেন, সেটিল শহরের এক-তৃতীয়াংশ বা প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার কুইবেকের উত্তরাঞ্চলের চাপাইস থেকে পাঁচ শ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।
লযন বলেন, ‘কুইবেকের অবস্থার খুব দ্রুত অবনতি হচ্ছে। প্রভিন্সের প্রায় এক শর মতো জায়গায় আগুন জ্বলছে, এর মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ২০টির মতো আগুন।’
কর্মকর্তারা আশা করছেন, সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টির দেখা মিলবে। এতে এবার ক্যানাডায় রেকর্ড ভাঙা গরম পরিস্থিতির উন্নতি ঘটবে।
ইমার্যেন্সি প্রিপেয়ার্ডনেস মিনিস্টার বিল ব্লাইর জানান, অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদারে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সাউথ আফ্রিকা ও অ্যামেরিকার প্রায় এক হাজার দমকল কর্মী ক্যানাডায় পৌঁছেছেন অথবা পথে আছেন। অটোয়া নোভা স্কটিয়ায় সামরিক বাহিনীকে নিয়োজিত করা হয়েছে।
ক্যানাডার প্রেসিডেন্ট যাস্টিন ট্রুডো সাংবাদিক বলেন, ‘উপকূলের অসংখ্য মানুষের জন্য একটি ভয়াবহ সময় যাচ্ছে।‘
বিগত কয়েক দশকে প্রতিবছর এ সময়ে সাধারণত যে পরিমাণ এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয় এবার তার চেয়ে ১০ গুণ বেশি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে শুক্রবার ব্লাইর বলেন, ক্যানাডার ২১৪টি জায়গায় একসঙ্গে আগুন জ্বলছে যার মধ্যে ৯৩টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ২৯০০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।