নিউ ইয়র্কের ই-বাইক রিপেয়ার শপে আগুন: ৪ প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ১৮:২৮

লোয়ার ম্যানহাটনে একটি ই-বাইক মেরামতের দোকানে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। ছবি: সিবিএস নিউ ইয়র্ক

লোয়ার ম্যানহাটনে একটি ই-বাইক মেরামতের দোকানে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। ছবি: সিবিএস নিউ ইয়র্ক

  • 0

নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে মঙ্গলবার একটি ই-বাইক মেরামতের দোকানে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।

পুলিশের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে আছেন ৭১ বছর বয়সী এক ব্যক্তি। বাকি একজন পুরুষ ও দুজন নারী।

এফডিএনওয়াই-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ জন সারোকো বলেন, ফায়ার-ফাইটাররা ছয় তলা ভবনের প্রথম তলার ‘এইচকিউ ই-বাইক’ রিপেয়ারে আগুন দেখতে পান। আগুন নেভাতে সফল হলেও প্রচুর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের পাশের এক দোকান মালিক বলেন, ‘আমি বাইরে গিয়ে দেখি, গেট থেকে আগুনের বিশাল শিখা বেরিয়ে আসছে। ফায়ার ডিপার্টমেন্টকে কল করলে তারা ১০ মিনিটের মধ্যে চলে আসে। তারা আসার পর আগুন আরও দাউদাউ করে জ্বলতে থাকে…।’

আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার ডিপার্টমেন্ট।


0 মন্তব্য

মন্তব্য করুন