নাগরিকত্ব প্রক্রিয়া আরও কঠিন করল ডেনমার্ক

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৩, ২৩:২৪

ডেনমার্কের নাগরিকত্ব প্রত্যাশীদের সাধারণত নয় বছর ধরে দেশটিতে বসবাস করতে হয়। ছবি: শাটারস্টোক

ডেনমার্কের নাগরিকত্ব প্রত্যাশীদের সাধারণত নয় বছর ধরে দেশটিতে বসবাস করতে হয়। ছবি: শাটারস্টোক

  • 0

ডেনমার্কের নাগরিকত্ব পাওয়া এমনিতেই বেশ কঠিন। এ প্রক্রিয়াকে এবার আরও কঠোর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এখন থেকে নাগরিকত্বের আবেদন আনুষ্ঠানিকভাবে অনুমোদন না পাওয়া পর্যন্ত আবেদনকারীরা ডেনমার্কের বাইরে যেতে পারবেন না। ডেনিশ সিটিযেনশিপ পাওয়ার বিষয়টি একটি অফিশিয়াল আনুষ্ঠিকতার মাধ্যমে জানানো হবে। আর এটি আয়োজনে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। 

দেশটির ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন মিনিস্টার কারে ডিবভাড বেক এক বিবৃতিতে বলেছেন, ‘নাগরিকত্ব ঘোষণার অনুষ্ঠানের আগ পর্যন্ত আপনাকে অবশ্যই ডেনমার্কে থাকতে হবে। এটা কমন সেন্স।’

ডেনমার্কে এতদিন ধরে চলা রীতি অনুযায়ী সিটিযেনশিপ অনুমোদনের জন্য পার্লামেন্টে বছরে দুবার ভোট দেন ডেপুটিরা। পার্লামেন্টে নাগরিকত্ব অনুমোদন পেলেই আবেদনকারীরা ডেনমার্কের বাইরে যেতে পারতেন। তবে নতুন নিয়মে পার্লামেন্টে অনুমোদনের পর নাগরিকত্ব ঘোষণার অনুষ্ঠান আয়োজনে আরও দুই বছর সময় লাগতে পারে।

ডেনমার্কের নাগরিকত্ব প্রত্যাশীদের সাধারণত নয় বছর ধরে দেশটিতে বসবাস করতে হয়। তবে শরণার্থী বা রাষ্ট্রহীন ব্যক্তির জন্য এ সময়সীমা আট বছর।

দেশটির সরকারি ওয়েবসাইট বোর্যার ডটডিকে বলছে, দীর্ঘমেয়াদে বা ঘন ঘন বিদেশ ভ্রমণ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে প্রতিবন্ধতা তৈরি করতে পারে। 

একজন ন্যাচারালাইযড ডেন হওয়ার জন্য আবেদনকারীকে ড্যানিশ ভাষা এবং নাগরিকত্ব পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়।

ইতোমধ্যে ডেনমার্কের নাগরিকত্ব দেয়া কমিয়ে এনেছে দেশটির সরকার। সম্প্রতি নাগরিকত্বের এক আবেদনের অর্ধেক বাতিল করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন