কোর্ট হাউজের উদ্দেশে রওনা দেয়ার আগে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘আমাদের রাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃখের দিন। রাষ্ট্র হিসেবে আমরা অবক্ষয়ের সম্মুখীন।’
আদালতকক্ষে বিচারকের সামনে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করবেন বলে জানিয়েছেন। আদালতের কার্যক্রম শেষে নিউ জার্সির গলফক্লাবে ফিরে এ নিয়ে জনসম্মুখে কথা বলবেন তিনি।
এক দিন আগেই ফ্লোরিডা পৌঁছান এই ট্রাম্প। মামলায় লড়তে লিগ্যাল টিম গঠন করার জন্য সোমবার দিনভর আইনজীবীদের সাক্ষাৎকার নেন। নিজের মার-অ্যা-লাগো এস্টেটে রাত্রিযাপনের কথা থাকলেও তিনি ওঠেন নিজের রিসোর্ট ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল রিসোর্টে’।
মায়ামিজুড়ে কড়া নিরাপত্তা
সাবেক প্রেসিডেন্টের হাজিরাকে কেন্দ্র করে এলাকাসহ গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
মায়ামি পুলিশ চিফ ম্যানুয়েল মোরালেস জানান, ট্রাম্পের ৫ হাজার থেকে ৫০ হাজার সমর্থক কোর্টহাউজ চত্বরে জড়ো হতে পারেন। সে হিসেবে নিজ বাহিনীকে প্রস্তুত করেছেন তিনি।
অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় সকাল থেকেই স্নাইফার ডগ নিয়ে ডাউনটাউন মায়ামিজুড়ে টহল দিচ্ছেন অফিসাররা।