রেড রকে বাইকার র‌্যালিতে গুলি; নিহত ৩, আহত ৫

টিবিএন ডেস্ক

মে ২৮ ২০২৩, ১৯:০৬

৪১তম রেড রিভার মেমোরিয়াল মোটরসাইকেল র‌্যালিতে গুলি। ছবি: সংগৃহীত

৪১তম রেড রিভার মেমোরিয়াল মোটরসাইকেল র‌্যালিতে গুলি। ছবি: সংগৃহীত

  • 0

নিউ মেক্সিকোর রেড রক কাউন্টিতে মোটরসাইকেল র‌্যালিতে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনকে ডেনভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের হলিক্রস মেডিক্যাল সেন্টার ও দ্য ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লাইভ মিউজিকসহ এবার আয়োজিত ৪১তম রেড রিভার মেমোরিয়াল মোটরসাইকেল র‌্যালিতে ২৮ হাজার বাইকারের অংশ নেয়ার কথা। 

রেড রিভার টাউনের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি পার্টির জন্য বাইকাররা মেইন স্ট্রিটে লাইন দেন।

গুলির ঘটনায় রেড রিভারের প্রতিবেশী কাউন্টি তাওসের কর্মকর্তারা শনিবার রাত ১০টা থেকে কারফিউ জারি করেন। এটি ২৮ মে স্থানীয় সময় ভোর ৪টা পর্যন্ত বহাল ছিল। সেই সঙ্গে টাউনের ফেসবুক পেইযে সব ধরনের অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

নিউ মেক্সিকো স্টেইট পুলিশ এক টুইটে জানিয়েছে, ঘটনাস্থলটি এখন নিরাপদ। জননিরাপত্তা নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে, তদন্তের সার্থে জনসাধারণকে রেড রিভার এরিয়া এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

ফিনিক্স ফিল্ড ডিভিশন এক টুইটে জানিয়েছে, ঘটনার তদন্তে অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস ও এক্সপ্লোসিভিস ব্যুরো সহায়তার জন্য এগিয়ে এসেছে।

শ্যুটিংয়ে জড়িতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

নিউ মেক্সিকোর গভর্নর ক্যালহাউন জানান, ঘটনায় জড়িত সবাই বাইকার গ্রুপের সদস্য। এ বিষয়ে বিস্তারিত তদন্ত।


0 মন্তব্য

মন্তব্য করুন