ট্রাম্পের উচ্চ শুল্ক বহাল আপিলে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৯ ২০২৫, ২২:১৩

প্রেসিডেন্ট ট্রাম্প গত ২ এপ্রিল বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। ছবি: উইকিমিডিয়া কমন্স

প্রেসিডেন্ট ট্রাম্প গত ২ এপ্রিল বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

আদেশে ওয়াশিংটন ফেডারেল সার্কিটের জন্য আপিল আদালত কোনো মতামত বা যুক্ত দেখায়নি, তবে আগামী ৫ জুনের মধ্যে বাদীদের এবং ৯ জুনের মধ্যে প্রশাসনের কাছ থেকে জবাব চেয়েছে আদালত।

বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ক বৃহস্পতিবার বহাল রেখেছে ফেডারেল এক আপিল আদালত।

ট্রাম্প তার কর্তৃত্বের বাইরে গিয়ে শুল্ক আরোপ করেছেন উল্লেখ করে বুধবার এ কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে বন্ধ করতে আদেশ দেয় এক বাণিজ্য আদালত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদেশে ওয়াশিংটন ফেডারেল সার্কিটের জন্য আপিল আদালত কোনো মতামত বা যুক্ত দেখায়নি, তবে আগামী ৫ জুনের মধ্যে বাদীদের এবং ৯ জুনের মধ্যে প্রশাসনের কাছ থেকে জবাব চেয়েছে আদালত।

এর আগে বুধবার অপ্রত্যাশিত আদেশে ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড ২ এপ্রিল ট্রাম্প আরোপিত শুল্কের বেশির ভাগ বাতিল বা কমপক্ষে বিলম্ব করার হুমকি দেয়।

ওই আদেশের পর ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছিলেন, বাণিজ্য আদালতের রায়ও তাদের পদক্ষেপ নেওয়া থামাতে পারবে না।

তাদের ভাষ্য, ট্রাম্পের উচ্চ শুল্ক আপিলে বহাল থাকার আশা করছেন তারা। সেটা না হলে শুল্ক বহালে প্রেসিডেন্টের অন্য ক্ষমতা ব্যবহার করা হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আগামী দিনগুলোতে শীর্ষ বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নির্ধারিত আলোচনার ওপর কোনো প্রভাব ফেলবে বাণিজ্য আদালতের রায়।