নিউ ইয়র্কের হাউয ম্যাপ নতুন করে তৈরির আদেশ আপিল কোর্টের

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ২২:৫৯

নিউ ইয়র্কের হাউয ম্যাপ নতুন করে তৈরির আদেশ আপিল কোর্টের
  • 0

নিউ ইয়র্কের কংগ্রেশনাল ম্যাপ নতুন করে তৈরির আদেশ দিয়েছে অ্যাপিল কোর্ট। অ্যালবানির স্টেইট সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বৃহস্পতিবার এ আদেশ দেয়।

তাতে বলা হয়, গত বছরের মিডটার্ম নির্বাচনের সময় প্রতিযোগিতামূলক ও আদালতের তৈরি ডিস্ট্রিক্ট ম্যাপগুলো ছিল একটি সাময়িক ব্যবস্থাপনা।

এখন স্টেইটের বাইপার্টিজান রিডিস্ট্রিক্টিং কমিশনকে (আইআরসি) দ্রুত নতুন ম্যাপ তৈরির আদেশ দিয়েছেন প্রিজাইডিং জাজ এলিজাবেথ এ. গ্যারি।

এর মধ্য দিয়ে স্টেইটে নির্বাচনি আসন পুনর্বিন্যাসের সুযোগ পেল ডেমোক্র্যাটিক পার্টি।

এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকানরা। সেখানে রায়টি বহাল থাকলে ডেমোক্র্যাটিক পার্টি নিউ ইয়র্কে একক আধিপত্য ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন