রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত লোকজনের চিকিৎসায় ঢাকায় এসেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।
ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে চিকিৎসকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
কতজন চিকিৎসক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলে পাঁচজন চিকিৎসক রয়েছেন। তারা হলেন লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝ্যাং জিনলি ও লিউ হুয়ান। তারা বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ।
চিকিৎসায় তাদের ভূমিকা কী হবে?
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা চিকিৎসকদের এ বিশেষজ্ঞ দল ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবে। চীনা চিকিৎসকরা প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৃহস্পতিবার গুরুতর দগ্ধ অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন। আহত ৫৫ জন এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।