যৌন অপরাধের মামলায় আংশিক রায়ে একসময়ের ‘চলচ্চিত্র মোগল’ হার্ভি ওয়াইনস্টিনকে বুধবার দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের এক বিচারক।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াইনস্টিনের বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিষয়ে রায় দেননি বিচারক।
হলিউডের একসময়ের অন্যতম প্রভাবশালী ওয়াইনস্টিনের বিষয়ে ২০২০ সালে যে রায় দেওয়া হয়, সেটি গত বছর পাল্টে দেয় এক আপিল আদালত। এরপর পুনর্বিচার শুরু হয় তার।
এক হবু অভিনেত্রীকে ধর্ষণ এবং অন্য দুই নারীকে যৌন হেনস্তার মামলায় ওয়াইনস্টিনকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা, তবে ৭৩ বছর বয়সী ওয়াইনস্টিন দোষ স্বীকার করেননি।
আলোচিত এ আসামির ভাষ্য, কোনো নারীকে হেনস্তা কিংবা কারও সঙ্গে সম্মতিহীন যৌন সম্পর্ক স্থাপন করেননি তিনি।
মামলায় সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ডের মুখে রয়েছেন নন্দিত থেকে নিন্দিত এ ব্যক্তি।
বিচারক তিনটি অভিযোগের একটিতে ওয়াইনস্টিনকে দোষী সাব্যস্ত করেন। অভিযোগটি ছিল ২০০৬ সালে তৎকালীন প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন হেনস্তার, তবে ২০০২ সালে তৎকালীন হবু অভিনেত্রী কাজা সোকোলাকে হেনস্তার অভিযোগে ওয়াইনস্টিনকে দোষী সাব্যস্ত করেননি বিচারক।
ওয়াইনস্টিনের বিরুদ্ধে তৃতীয় অভিযোগটি ছিল ২০১৩ সালে হবু অভিনেত্রী জেসিকা ম্যানকে ধর্ষণের। সে অভিযোগের বিষয়ে কোনো রায় দেননি বিচারক।
তৃতীয় অভিযোগের বিষয়ে রায় প্রদান শুরু হবে বৃহস্পতিবার।
মামলায় রায়ের কার্যক্রম শুরুর পঞ্চম দিন বুধবার আংশিক রায় দেন বিচারকরা।