
মামদানিকে প্রতিহত করার ঘোষণা মেয়র এরিক অ্যাডামসের

এহসান জুয়েল, নিউ ইয়র্ক
প্রকাশিত: জুন ২৬ ২০২৫, ২৩:০৩

মেয়র এরিক অ্যাডামস ও ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী জোরান মামদানি। ছবি: ফক্স নিউজ
- 0
বর্তমান মেয়র এরিক অ্যাডামস লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।
নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোরান মামদানির বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচার শুরুর ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তিনি লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।
আনুষ্ঠানিক এ ঘোষণায় তিনি মামদানিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
এদিকে প্রাইমারিতে হারলেও নির্বাচন করার পরিকল্পনা করছেন অ্যান্ড্রু কুওমো। ফলে সিটি মেয়র নির্বাচনের হিসাব অনেক জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পেয়েও স্বস্তিতে নেই প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট জোরান মামদানি। প্রাইমারির আগেই সিটি হলের বর্তমান মেয়র এরিক অ্যাডামস ঘোষণা দিয়েছিলেন, তিনি ডেমোক্র্যাট হিসেবে নয়, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। বৃহস্পতিবার সিটি হলের সামনে তিনি ঘোষণা দেন আনুষ্ঠানিক প্রচার শুরুর।
শুধু এরিক অ্যাডামস নন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হেরে যাওয়া সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। সিবিএস নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষৎকারে কুওমো জানান, প্রাইমারিতে পরাজয় মেনে নিলেও ডোনাররা তাকে নির্বাচন করার চাপ দিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে তেমন সুবিধা করতে পারবেন না। তবে কুওমো প্রার্থী হলে মামদানির ভোট ভাগ হয়ে যাবে, যা তার বিজয়কে কঠিন করে তুলতে পারে।
নির্বাচন যত ঘনিয়ে আসবে, মামদানির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার তত বাড়বে বলে মনে করছেন অনেকে, তবে মামদানি নির্বাচনে যে গণজোয়ার সৃষ্টি করেছেন, সেটা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত বিজয়ের হাসি তার হবে বলেই ধারণা বিশ্লেষকদের।
এদিকে অ্যাডামসের নির্বাচন করার ঘোষণার পর জোরান মামদানির ক্যাম্পেইন থেকে পাঠানো বিবৃতি বলা হয়, ২৪ জুনের মতো ৪ নভেম্বরও চূড়ান্ত নির্বাচনে নিউ ইয়র্কের ভোটাররা তাকে নির্বাচিত করবেন।