টেক্সাসে গ্র্যাজুয়েশন পার্টিতে গুলি, নিহত ১

টিবিএন ডেস্ক

মে ৬ ২০২৩, ২০:২৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাসের হিউস্টনে একটি হাই স্কুল গ্র্যাজুয়েশন পার্টিতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে।

এক বিবৃতিতে হ্যারিস কাউন্টি শেরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, শতাধিক কিশোর শনিবার সকাল থেকে হিউস্টনের কপারব্রুক এলাকায় একটি বাড়িতে গ্র্যাজুয়েশন পার্টিতে অংশ নিয়েছিলেন। রাত দেড়টার দিকে বাড়ির বাইরে গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোর আহত হয়। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে বাঁচাতে ব্যর্থ হন।

এ ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তদন্তে এ পর্যন্ত ১৫ প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে হোমিসাইড ইউনিট।


0 মন্তব্য

মন্তব্য করুন