স্যালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণের শঙ্কায় বাজার থেকে উন্নতমানের দুই ধরনের বাদাম মিক্স প্রত্যাহার শুরু করেছে সুপারমার্কেট চেইন ওয়েগম্যানস।
আইউইটনেস নিউজ জানায়, লবণবিহীন উন্নতমানের যে ধরনের বাদাম মিক্স প্রত্যাহার করা হয়েছে, সেগুলো ৩৪ আউন্সের টাব ও সাড়ে ১১ আউন্সের প্লাস্টিক ব্যাগে বিক্রি করা হয়েছিল।
টাব সংস্করণটির পণ্য খাওয়ার সর্বোত্তম তারিখ ছিল ২০২৬ সালের ২৮ জুলাই। অন্যদিকে ব্যাগে থাকা ধরনের বাদাম খাওয়ার সর্বোত্তম তারিখ ছিল ২০২৬ সালের ১০ আগস্ট।
গত ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটসহ কমপক্ষে ৯টি স্টেইট ও অঞ্চলে ওয়েগম্যানসের স্টোরে বাদামগুলো বিক্রি হয়।
প্রত্যাহারের আওতায় আসা অন্য স্টেইটগুলোর মধ্যে রয়েছে ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি।
ওয়েগম্যানস জানায়, তাদের নিয়মিত পরীক্ষায় অবিকৃত পেস্তার একটি লটে স্যালমোনেলা পাওয়া গেছে। উন্নতমানের লবণবিহীন বাদাম মিক্সে এ পেস্তা ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রত্যাহারের নোটিশ জারি করা হয়।
যেসব ক্রেতা এ ধরনের বাদাম কিনেছেন, তারা চাইলে ওয়েগম্যানসের দোকানগুলোতে তা জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে তাদের অর্থ পুরোপুরি ফেরত দেওয়া হবে।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএর তথ্য অনুযায়ী, প্রত্যাহার হওয়া পণ্যগুলো খেয়ে কারও আক্রান্তের খবর পাওয়া যায়নি।
এফডিএ আরও জানায়, স্যালমোনেলা কম বয়সী শিশু, শারীরিকভাবে দুর্বল, বয়স্ক কিংবা দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার লোকজনের মধ্যে মারাত্মক এবং ক্ষেত্রবিশেষে প্রাণঘাতী সংক্রমণ সৃষ্টি করতে পারে।
সংক্রমণের ফলে সাধারণত জ্বর, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি ও তলপেটে ব্যথা হতে পারে।