দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারাল নিউযিল্যান্ড

টিবিএন ডেস্ক

এপ্রিল ৫ ২০২৩, ২২:০৫

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারাল নিউযিল্যান্ড
  • 0

সিরিযের দ্বিতীয় টিটোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে নিউযিল্যান্ড। 

এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিযে ১-১ সমতায় ফিরেছে কিউইরা। 

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা। 

কিউইদের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন পেইসার অ্যাডাম মিলনে। ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ দশমিক ১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় নিউযিল্যান্ড।

অসাধারণ বোলিং কৃতিত্বের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মিলনে।


0 মন্তব্য

মন্তব্য করুন