
যুদ্ধবিরতির পর প্রথমবার ইয়েমেনে ইসরায়েলের হামলা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭ ২০২৫, ৮:২৯ হালনাগাদ: নভেম্বর ৭ ২০২৫, ১৬:২২
.jpg)
হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সিএনএন
- 0
ইয়েমেনে ৩টি গুরুত্বপুর্ণ স্থানে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরাইল-ইরান যুদ্ধবিরতির পর ইয়েমেনের ওপর প্রথম আক্রমণ হিসেবে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি দেশটির ওপর হুথিদের বারবার হামলার প্রতিশোধ হিসেবে হুথিদের লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে,সোমবার ভোরে ইয়েমেনের হোদেইদাহ, রাস ইসা এবং সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েল রাস ইসা বন্দরের গ্যালাক্সি লিডার জাহাজে হামলা চালিয়েছে। এই জাহাজটি ২০২৩ সালের শেষের দিকে ইরান-সমর্থিত হুতিরা দখল করেছিল।
সামরিক বাহিনীর দাবি, হুথি বাহিনী জাহাজটিতে একটি রাডার সিস্টেম স্থাপন করেছে এবং আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলি ট্র্যাক করার জন্য এটি ব্যবহার করছে।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তিনটি বন্দর খালি করার বিষয়ে জনগণকে সতর্ক করার পরপরই রেড সির বন্দর শহর হোদেইদাহতে হামলা চালায় ইসরায়েল।
হুথি সামরিক মুখপাত্র দাবি করেছেন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি বিপুল সংখ্যক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি আক্রমণ মোকাবিলা করেছে।
বাসিন্দারা জানিয়েছেন, হোদেইদাহতে হামলার ফলে মূল বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। যার ফলে শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
হুতি বিদ্রোহীরা রেড সিতে একটি বাণিজ্যিক জাহাজে রকেটচালিত গ্রেনেড এবং স্থানীয়ভাবে তৈরি ড্রোন বোটস ব্যবহার করে হামলা চালানোর অভিযোগের পর এই হামলা চালানো হলো।
ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, রবিবার ভোরে একটি অজ্ঞাত জাহাজে গুলি চালানো হয়। জাহাজে থাকা একটি সশস্ত্র নিরাপত্তা দলও পাল্টা গুলি চালায়। পরে সংস্থাটি জানিয়েছে, অজানা প্রজেক্টাইল দিয়ে আঘাতের কারণে জাহাজটি আগুনে পুড়ে গেছে।
রবিবারের ওই হামলার বিষয়ে হুথি মিলিশিয়া এখনও দায় স্বীকার করেনি, তবে গাজায় ইসরায়েলের যুদ্ধের জেরে ২০২৩ সালে সামুদ্রিক অবরোধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর আশেপাশে একাধিক হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি।
বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদেইদাহ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে আটটি নৌকা জাহাজটিতে আক্রমণ করে।
গত মে মাসে ওয়াশিংটনের সাথে ঘোষিত যুদ্ধবিরতির পর হুথিরা আশ্বাস দিয়েছিল যে অ্যামেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না, তবুও মিলিশিয়ারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং বিশ্বব্যাপী জাহাজ চলাচল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে।
ইরানের সাথে ইসরায়েলের সংক্ষিপ্ত যুদ্ধের পর খামেনির প্রথম প্রকাশ্য উপস্থিতির ভিডিও প্রকাশের পরপরই জাহাজটিতে হামলার ঘটনা ঘটে।