মালিকের মৃত্যু, ব্রুকলিনে উদ্ধার ৮০টির বেশি কুকুর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৮ ২০২৫, ৯:০১

উদ্ধার হওয়া কুকুর। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

উদ্ধার হওয়া কুকুর। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

  • 0

৭৩ বছর বয়সি বাড়ির মালিক ওই বাড়িতে একাই থাকতেন। তার মৃত্যুর পর বাড়ি থেকে বের করে আনা হয় অবহেলিত এবং অপুষ্টিতে ভোগা কুকুরগুলোকে।

ব্রুকলিনের মিল আইল্যান্ডের ন্যাশনাল ড্রাইভের কাছে ই.সিক্সটি সিক্সটিয়েথ স্ট্রিটের বাড়ি থেকে বৃহস্পতিবার ৮০টির বেশি অসুস্থ ম্যাটড কুকুর উদ্ধার করেছে পুলিশ এবং প্রাণী উদ্ধারকারী দল।

পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, বাড়ির মালিকের মৃত্যুর খবর পাওয়ার পর সকাল ৬ টা ৪৫ মিনিটের দিকে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা মেঝেতে এক নারীর মৃতদেহ দেখতে পান। এসময় ছোট বাড়িটি কুকুরে পরিপূর্ণ ছিলো।

কুকুরগুলোকে উদ্ধারের পর এনওয়াইসির অ্যানিমেল কেয়ার সেন্টারস (এসিসি) ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে কুকুরগুলোকে আশ্রয় দেয়ার আহ্বান জানায়। এছাড়া সংস্থাটি বাড়ির প্রতিটি কোণে থাকা বিভিন্ন প্রজাতির কুকুরের ছবি পোস্ট করেছে।

সংস্থাটি জানায়, কুকুরগুলোই বেশিরভাগই অসুস্থ বলে মনে হচ্ছে। অকল্পনীয় নোংরা পরিবেশে কুকুরগুলোকে রাখা হয়। ইতোমধ্যে কুকুরগুলোকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে এবং তাদের পরিষ্কার করে দত্তক নেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

ওই নারীর কুকুর পোষার বিষয়টি প্রতিবেশীরা কিছুদিন ধরেই জানতেন। তীব্র বাজে গন্ধের কারণে প্রতিবেশীরা বারবার পুলিশের কাছে অভিযোগ করেছেন। তবে কর্মকর্তাদের কখনই ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কুকুরগুলোর মালিকের মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত করা হবে।

এর আগে গত মাসে এসিসি ও এএসপিসিএ কুইন্সের একটি নোংরা অ্যাপার্টমেন্ট থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় ৫০টি ম্যালিনোইস কুকুর উদ্ধার করে।