বার বার সাহায্য চেয়েও ব্যর্থ অভিবাসী নারী হারালেন মেয়েকে

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৩, ১৯:৪৮

বর্ডার প্যাট্রোল হেফাজতে থাকা আট বছর বয়সী শিশু গত বুধবার মারা যায়। ছবি: রয়টার্স

বর্ডার প্যাট্রোল হেফাজতে থাকা আট বছর বয়সী শিশু গত বুধবার মারা যায়। ছবি: রয়টার্স

  • 0

টেক্সাস বর্ডার প্যাট্রোল হেফাজতে গত সপ্তাহে শারীরিক অসুস্থতায় মারা যাওয়া শিশুর মা রোববার অভিযোগ করেছেন, মেয়ের জন্য বার বার চিকিৎসা সহায়তার অনুরোধ জানিয়েও তিনি সাড়া পাননি।

বর্ডার প্যাট্রোল হেফাজতে থাকা আট বছর বয়সী শিশু অ্যানাদিথ তানয় রেইস অ্যালভারেয হৃদরোগ ও সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে গত বুধবার মারা যায়। 

অ্যালভারেযের মায়ের দাবি, মেয়ে অসুস্থ বোধ করায় কর্তৃপক্ষের কাছে অন্তত তিন বার চিকিৎসা সহায়তার অনুরোধ করেন তিনি। তবে কেউ সাহায্য করেনি। 

সরকারি কর্মকর্তারা জানান, জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত ছিল অ্যালভারেয। স্থানীয় মেডিক্যাল এক্সামিনার এখনও বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করেননি। 

তবে প্রাথমিক ময়নাতদন্তে অ্যালভারেযের মারা যাওয়ার কারণ হিসেবে হৃদরোগ ও সিকেল সেল অ্যানিমিয়ার কথা উল্লেখ করেছেন তিনি। 

অ্যামেরিকায় প্রবেশের পর অভিবাসীদের তিন দিনের বেশি আশ্রয় কেন্দ্রে আটক রাখার নিয়ম নেই। এ সময়ের মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টোমস এনফোর্সমেন্ট অভিবাসীদের আবাসন ব্যবস্থা করে দিতে পারে অথবা আদালতে আশ্রয় চাওয়ার সুযোগ দিতে পারে।

তবে এই নিয়ম না মেনে অ্যালভারেয ও তার পরিবারকে আট দিন বর্ডার প্যাট্রোলের আশ্রয় কেন্দ্রে আটক রাখা হয়। 

নির্দিষ্ট সময় পরেও ঠিক কী কারণে অ্যালভারেয ও তার পরিবারকে আটক রাখা হয়েছিল তা বিস্তারিত জানাননি সিবিপি কর্মকর্তারা। 

এ বিষয়ে তদন্ত চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন