চলে গেলেন ‘আরআরআর’ খ্যাত বৃটিশ অভিনেতা

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ৫:০৬

'আরআরআর' সিনেমায় স্কট বাক্সটন চরিত্রে রে স্টিভেনসন। ছবি: সংগৃহীত

'আরআরআর' সিনেমায় স্কট বাক্সটন চরিত্রে রে স্টিভেনসন। ছবি: সংগৃহীত

  • 0

ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘আরআরআর’ এ অভিনয় করা বৃটিশ অভিনেতা রে স্টিভেনসন আর নেই।


রোববার ইতালিতে মারা গেছেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা। পানিশার:ওয়ারজোন, থর, ও ‘আরআরআর’ এর মত জনপ্রিয় সিনেমার এ অভিনেতার মৃত্যু সংবাদ সোমবার নিশ্চিত করেন তার পারিবারিক প্রতিনিধি। তবে, মৃত্যুর কারণ জানানো হয়নি। 

৯০’এর দশকে টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে স্টিভেনসনের অভিনয় যাত্রার শুরু। ২০০৪ সালে কিরা নাইটলি ও ক্লাইভ ওয়েনের সঙ্গে ‘কিং আর্থার’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ১৯৬৪ সালের ২৫ মে নর্দার্ন আয়ারল্যান্ডে জন্ম নেয়া এ অভিনেতা।

২০০৫ সালে জনপ্রিয় ‘রোম’ সিরিজে টাইটাস পুল্লো চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন স্টিভেনসন। 

ভারত ও উপমহাদেশের দর্শকদের কাছে স্টিভেনসন পরিচিত হয়ে ওঠেন ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে। ২০২২ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ ছবিতে তিনি অভিনয় করেন স্কট বাক্সটন নামের খল চরিত্রে। 

সবশেষ তিনি ইতালিতে ক্যাসিনো ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

 


0 মন্তব্য

মন্তব্য করুন