কুয়োকি ভিলেজ বিচে মঙ্গলবার দুপুরে ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে কামড়ে দিয়েছে হাঙর। এর ঠিক ৫ মিনিট পর ফায়ার আইল্যান্ডে ৪৯ বছর বয়সী আরেকজন হাঙরের কামড়ের শিকার হন।
কিসমেত বিচ ও রবার্ট মোসেসে সোমবার দুই টিনএইজারের সঙ্গে একই ঘটনা ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সৈকতে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ, ওড়ানো হচ্ছে ড্রোন।
ফায়ার আইল্যান্ডের রবার্ট মোসেস স্টেইট পার্কের সৈকতে মঙ্গলবার ড্রোনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সৈকতের কাছে অন্তত ৫০টি শার্ক দলবেঁধে সাঁতার কাটছে।
এনওয়াইএস পার্ক লং আইল্যান্ডের কর্মকর্তা জর্জ গ্রোম্যান বলেন, ‘আটলান্টিক মহাসাগরে লাখ লাখ হাঙর আছে... সমুদ্র উপকূলে হাঙরের এমন বিচরণ স্বাভাবিক কিনা- তা আমরা জানি না... তবে সাগরে বিট ও বাকেট মাছ অনেক বেশি বেড়েছে, সেগুলো উপকূলের দিকে ঘোরাফেরা করছে। এ কারণে হয়ত হাঙরও এদিকে আনাগোনা বাড়িয়েছে।’
এমন পরিস্থিতিতে লাইফ গার্ডের অনুপস্থিতিতে বিচে সাঁতার কাটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।