আমাদেরও ভিসানীতি থাকতে পারে, অপেক্ষা করুন: কাদের

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৩, ১২:৫৫

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

  • 0

অ্যামেরিকার নতুন ভিসা নীতি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে দাবি করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আমাদের নিজস্ব ভিসানীতিও থাকতে পারে। আমরাও তা বাস্তবায়নে সক্ষম। শুধু অপেক্ষা করুন এবং দেখুন।’

গাজীপুরের টঙ্গীতে শনিবার বিআরটি প্রকল্পের সাড়ে ৪ কিলোমিটার অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অ্যামেরিকা বলেছে, নতুন ভিসা নীতি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য দায়ী বা জড়িতদের জন্য প্রযোজ্য হবে। আমরা পর্যবেক্ষণ করব এই ভিসা নীতি বাস্তবসম্মত নাকি অন্ধ ও বধির।’

তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি উল্লেখযোগ্য প্রকল্প বর্তমানে চলছে।

বিআরটি প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়সীমা বিবেচনায় এই প্রকল্পটি বেশ এগিয়েছে। তবে এর সমাপ্তি ঘিরে রয়েছে দ্বিধা ও সংশয়। গাজীপুরে প্রকল্পটি শুরুর আগে ভালোভাবে মূল্যায়ন করলে ভালো হতো।’

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়ক অবকাঠামো প্রকল্পগুলো যানজট বাড়িয়ে তুলতে পারে এবং পুরো রাজধানীতে বিরূপ প্রভাব ফেলতে পারে।

পরিবহন খাতের চ্যালেঞ্জের উল্লেখ করে মন্ত্রী নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আশ্বস্ত করে বলেন, পুরো প্রকল্পটি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এবং এর উদ্বোধনের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা চলছে।

‘সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে মেট্রোরেল প্রকল্পও মতিঝিল পর্যন্ত শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন