ইরানের তিনটি পরমাণু ক্ষেত্রে শনিবার হামলার কথা জানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এখন সময় শান্তির।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ আহ্বান জানান।
নিউ ইয়র্ক টাইমসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের সময় রবিবার শুরুর সময়ে পরমাণু ক্ষেত্রগুলোতে হামলা চালানো হয়।
অ্যামেরিকার একজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, হামলায় কয়েকটি বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।
বি-২ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড বা প্রায় ১৩ হাজার ৬০৭ কেজি ওজনের বোমা বহন করতে পারে। ইরানের পরমাণু ক্ষেত্রে সম্ভাব্য হামলায় অ্যামেরিকা এসব বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করতে পারে বলে আলোচনা ছিল।
ট্রাম্প জানান, ভূগর্ভস্থ ফোরডোসহ তিনটি পরমাণু ক্ষেত্রে হামলা চালিয়েছে অ্যামেরিকার বিমান।
তিনি বলেন, ‘আমরা ফোরডো, নাতাঞ্জ ও ইস্পাহানে তিনটি পরমাণু ক্ষেত্রে আমাদের অত্যন্ত সফল হামলা শেষ করেছি। বর্তমানে সব বিমান ইরানের আকাশসীমার বাইরে।’
পোস্টে তিনি আরও জানান, বিমানের পূর্ণ ধারণক্ষমতার সমান বোমা দিয়ে ফোরডোতে হামলা করা হয়েছে।
শান্তির আহ্বান জানিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘সব বিমান নিরাপদে বাড়িতে ফেরার পথে রয়েছে। আমাদের মহান অ্যামেরিকান যোদ্ধাদের অভিনন্দন।
‘বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী এটা করতে পারত না। এখন সময় শান্তির।’