মেক্সিকোতে বাস্কেটবল খেলার সময় কাউন্সিলরকে গুলি করে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬ ২০২৫, ১৭:৪৬ হালনাগাদ: নভেম্বর ২১ ২০২৫, ১৯:৫৬

মেক্সিকোতে শনিবার বাস্কেটবল খেলার সময় স্থানীয় সরকারের এক কর্মকর্তাকে হত্যার পর ঘটনাস্থলের কাছে পুলিশ সদস্যরা। ছবি: গেটি ইমেজেস/সিবিএস নিউজ

মেক্সিকোতে শনিবার বাস্কেটবল খেলার সময় স্থানীয় সরকারের এক কর্মকর্তাকে হত্যার পর ঘটনাস্থলের কাছে পুলিশ সদস্যরা। ছবি: গেটি ইমেজেস/সিবিএস নিউজ

  • 0

বর্ধনশীল শিল্প এলাকা গুয়ানাজুয়াতোতে জনপ্রিয় কয়েকটি পর্যটন গন্তব্য রয়েছে, তবে গ্যাংগুলোর আধিপত্য বিস্তারকেন্দ্রিক দ্বন্দ্বে এটি মেক্সিকোর সবচেয়ে প্রাণঘাতী রাজ্যেও রূপ নিয়েছে।

মেক্সিকোতে শনিবার বাস্কেটবলখেলার সময় স্থানীয় সরকারের এক কর্মকর্তাকেহত্যা করেছেন একজন বন্দুকধারী।

অপেশাদার ম্যাচের সময় আকস্মিক খেলার কক্ষে ঢুকে এ হামলা চালানো হয় বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

সিবিএস নিউজ জানায়, সহিংসতার জন্য কুখ্যাতি পাওয়া রাজ্য গুয়ানাজুয়াতোর খেলার কেন্দ্রটিতে ম্যাচ দেখতে জড়ো হয়েছিলেন শিশুসহ বিভিন্ন পরিবারেরসদস্যরা। সেখানেই গুলি করে হত্যা করা হয় সিটি কাউন্সিল সেক্রেটারিইগনাসিও আলেজান্দ্রোরোয়ারোকে।

এক বিবৃতিতে শনিবারের‘বিশ্বাসঘাতকতাপূর্ণ, ঘৃণ্য ও কাপুরুষোচিত’প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিটি কাউন্সিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, কাউন্সিলর আলেজান্দ্রোহত্যার ঘটনায় সশস্ত্র এক ব্যক্তিকে গ্রেপ্তারকরা হয়েছে।

বর্ধনশীল শিল্প এলাকা গুয়ানাজুয়াতোতে জনপ্রিয় কয়েকটি পর্যটন গন্তব্য রয়েছে, তবে গ্যাংগুলোর আধিপত্য বিস্তারকেন্দ্রিক দ্বন্দ্বে এটি মেক্সিকোর সবচেয়ে প্রাণঘাতী রাজ্যেও রূপ নিয়েছে।

মেক্সিকোতে সহিংস অপরাধের মূলে রয়েছে মাদক পাচার। উত্তর অ্যামেরিকার দেশটিতে ২০০৬ সাল থেকে সহিংসতায় প্রাণ যায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষের। এ সময়ে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হন।

গুয়ানাজুয়াতোতে সংঘাতের বেশির ভাগের সঙ্গে যোগসূত্র রয়েছে গ্যাং সান্তা রোজা ডি লিমা ও সংঘবদ্ধ গোষ্ঠী জালিসকো নিউ জেনারেলের মধ্যকার দ্বন্দ্বের।

জালিসকোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন তকমা দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

গুয়ানাজুয়াতোতে গত বছর তিন হাজারের বেশি মানুষ খুন হন। রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী, রাজ্যটিতে খুনের এ সংখ্যা দেশজুড়ে সহিংসতায় নিহতের ১০ দশমিক পাঁচ শতাংশ।