টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির লুইটেন্যান্ট ক্রিস অলিভারেজ সোমবার জানান, টেকাসের মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে নদী থেকে শনিবার দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর রোববার একটি ও সোমবার আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি সোমবার এক টুইট বার্তায় বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে পরিচয় নিশ্চিত করার মতো কোন নথি ছিল না।’
টেক্সাস কর্তৃপক্ষ শনিবার ‘এক শিশুর নদীতে ডুবে যাওয়ার বিষয়ে’ ইউএস বর্ডার প্যাট্রোলের অনুরোধে সাড়া দিয়ে নদীতে তল্লাশি চালানো হয়। এ সময় নদীতে চারটি ভাসমান দেহ দেখা যায়। তাদের দ্রুত নদী থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন নারী ও একটি নবজাতক মেয়েকে অজ্ঞান অবস্থায় টেক্সাসের ঈগল পাসের ফোর্ট ডানকান রিজিওনাল মেডিক্যাল সেন্টারে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একজন মুখপাত্র জানান, অপর দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করে ইউএস বর্ডার প্যাট্রোল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ রোববার নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ ও সোমবার অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে।