অভিবাসী সহায়তা গ্রুপ ওয়াকিং বর্ডারস জানায়, এর মধ্যে একটি নৌকায় প্রায় ৬৫ জন এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ যাত্রী ছিলেন। এ দুটি নৌকা স্পেনের উদ্দেশে ১৫ দিন আগে সেনেগাল ছেড়ে যায়। তবে এরপর আরোহীদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
তৃতীয় নৌকাটি ২৭ জুন সেনেগাল ছেড়ে যায়, যাতে প্রায় ২০০ আরোহী ছিলেন।
তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণে কাফাউন্টাইন থেকে ছেড়ে যায়। ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে এর দূরত্ব প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার।
ওয়াকিং বর্ডারসের মুখপাত্র হেলেনা ম্যালেনো বলেন, ‘অভিবাসীদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন। সেনেগালের একই এলাকার প্রায় ৩০০ মানুষ একসঙ্গে নিখোঁজ হয়েছেন। সেনেগালের অস্থিতিশীলতার কারণে তারা দেশ ছাড়তে চেয়েছিলেন।’
ওয়েস্ট আফ্রিকার উপকূলের ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে। গ্রীষ্মকালেই মূলত অবৈধ অভিবাসীরা সাগর পাড়ি দেয়ার চেষ্টা করেন।