বড় অঙ্কের বিনিয়োগের অঙ্গীকার করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের উচ্চ শুল্ক থেকে বাঁচার পথ করে নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ।
রয়টার্স জানায়, ইইউ ও অ্যামেরিকা একটি ফ্রেমওয়ার্ক বাণিজ্য চুক্তি করেছে বলে রবিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ চুক্তির মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ সম্পাদনকারী দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব এড়ানো গেল।
চুক্তি অনুযায়ী, অ্যামেরিকার বাজারে প্রবেশ করা ইইউভুক্ত দেশগুলোর পণ্যে শুল্ক আরোপ করা হবে ১৫ শতাংশ। অন্যদিকে অ্যামেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনবে ইইউ।
ট্রাম্প রিপোর্টারদের জানান, চুক্তির মাধ্যমে ইইউর কাছ থেকে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ পাবে অ্যামেরিকা।
ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন জানান, মতৈক্য অনুযায়ী, সার্বিক শুল্ক হচ্ছে ১৫ শতাংশ। এটি বৃহৎ দুই বাণিজ্যিক অংশীদারের মধ্যে বাণিজ্যে ভারসাম্য ফেরাতে সহায়ক হবে।
ট্রাম্প ইইউর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। চুক্তির ফলে তা কমে অর্ধেকে নেমেছে।
যদিও শুল্কের পরিবর্তিত এ হারকেও অনেকে বেশি মনে করছেন। কারণ ইইউ শুরুতে পণ্যে শুল্ক ছাড়াই চুক্তি চাইছিল।
চুক্তি ঘোষণার আগে স্কটল্যান্ডে গিয়ে দেশটিতে সফররত ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা।
বৈশ্বিক অর্থনীতির নতুন বিন্যাস চাওয়া ট্রাম্প দশকের পর দশক ধরে অ্যামেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে মনোযোগ দিয়েছেন।
এরই মধ্যে তিনি ব্রিটেন, জাপান, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন। যদিও তার প্রশাসন ৯০ দিনে ৯০টি চুক্তির প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে।