নিউ ইয়র্কের বোর্ডিংয়ে ২১টি কুকুর মরল কীভাবে, জানতে চাইছেন তদন্তকারীরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫ ২০২৫, ২১:১৯ হালনাগাদ: সেপ্টেম্বর ১৩ ২০২৫, ১১:৪৩

কোলে থাকা কুকুরকে আদর করছেন এক ব্যক্তি। ছবি: আইউইটনেস নিউজ

কোলে থাকা কুকুরকে আদর করছেন এক ব্যক্তি। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

কুকুরগুলোর মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

তদন্তকারীরা আপস্টেইট নিউ ইয়র্কের একটি বোর্ডিংয়ে ২১টি কুকুরের মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন বলে সোমবার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওয়াশিংটন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, রবিবার মৃত কুকুরগুলো পাওয়া যায় আরগাইল এলাকার অ্যানাসট্যাসিয়া’স অ্যাকর্স ডগ বোর্ডিংয়ে। সেখানে পাওয়া অন্য একটি কুকুরকে চিকিৎসার জন্য নেওয়া হয় প্রাণী চিকিৎসকের কাছে, তবে প্রাণীগুলোর অবস্থা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়নি।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এবিসি নিউজ জানায়, কুকুরগুলোর মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। কর্তৃপক্ষের ভাষ্য, তদন্তে পুরোপুরি সহায়তা করছেন মালিকরা।

এ বিষয়ে জানতে চাইলে বোর্ডিংয়ের ফোনে সোমবার কল করেও সাড়া পায়নি এপি। বিষয়টি নিয়ে জানতে চেয়ে করা ইমেইলের উত্তরও আসেনি।

বোর্ডিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে পোস্ট করা নোটিশে দেখা যায়, পরবর্তী নোটিশ পর্যন্ত এটি বন্ধ থাকবে।