রাশিয়ায় ফের ইউক্রেইনের ড্রোন হামলা

টিবিএন ডেস্ক

জুন ৯ ২০২৩, ১৮:২৪

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার আবাসিক ভবন বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার আবাসিক ভবন বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

  • 0

দক্ষিণ পশ্চিম রাশিয়ার ইউক্রেইন সীমান্তের কাছে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়ে তিনজন আহত হয়েছেন। রাশিয়ার আঞ্চলিক গভর্নর শুক্রবার এ হামলার ঘটনা নিশ্চিত করেন।

গত কয়েক সপ্তাহে কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলার সময়ে ড্রোন হামলার ঘটনাটি ঘটে।

ইউক্রেইনের প্রেসিডেন্সির ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির যেলেনস্কি দেশটির বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারী রাশিয়ান সেনাদের ফ্রন্ট লাইন থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে বিতাড়িত করতে ইউক্রেইনের সেনাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

বন্যকবলিত এলাকা পরিদর্শনের পর যেলেনস্কি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, যুদ্ধ নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তিনি আরও জানান, উত্তেজনাপূর্ণ এলাকার ইউক্রেইনিয়ান সেনাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন