গত কয়েক সপ্তাহে কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলার সময়ে ড্রোন হামলার ঘটনাটি ঘটে।
ইউক্রেইনের প্রেসিডেন্সির ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির যেলেনস্কি দেশটির বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারী রাশিয়ান সেনাদের ফ্রন্ট লাইন থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে বিতাড়িত করতে ইউক্রেইনের সেনাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
বন্যকবলিত এলাকা পরিদর্শনের পর যেলেনস্কি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, যুদ্ধ নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তিনি আরও জানান, উত্তেজনাপূর্ণ এলাকার ইউক্রেইনিয়ান সেনাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।