আশ্রয়কেন্দ্র নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হোম ফ্রন্ট কমান্ডের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সরকার।
পরিকল্পনা অনুযায়ী, বোমা থেকে বাঁচার ৫০০টি আশ্রয়কেন্দ্র বা বোম শেল্টার সংস্কার করবে সরকার। এ ছাড়া সরকার সড়কের পাশে এক হাজার বহনযোগ্য আশ্রয়কেন্দ্র চালু করবে।
টাইমস অব ইসরায়েল শুক্রবার জানায়, এ পরিকল্পনা বাস্তবায়নে খরচ পড়বে ১০০ মিলিয়ন বা ১০ কোটি নিউ ইসরায়েলি শেকেল বা এনআইএস।
গত ১৩ জুন শুরুর সময়ে ইরানে অতর্কিত বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান।
এক সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।
ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ অনেক সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হন। এ ছাড়া ইসলামি প্রজাতন্ত্রটির পারমাণবিক স্থাপনাসহ সংবেদনশীল বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।
অন্যদিকে ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে সামরিক স্থাপনার পাশাপাশি অন্যান্য অবস্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে বেসামরিক প্রতিরক্ষা ত্বরান্বিত করার একটি পরিকল্পনা ফোনের মাধ্যমে ভোটে অনুমোদন দিয়েছে সরকার।
মন্ত্রণালয়টি আরও জানায়, যে ৫০০টি সরকারি আশ্রয়কেন্দ্র সংস্কার করা হবে, সেগুলোর বেশির ভাগ পড়েছে মধ্য ইসরায়েলে। গত সপ্তাহে এসব আশ্রয়কেন্দ্র বারবার ইরানের হামলার শিকার হয়েছে।
দেশজুড়ে সংবেদনশীল এলাকায় সড়কের ধারে এক হাজার ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র রাখা হবে বলেও জানায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
টাইমস অব ইসরায়েলের খবরে উল্লেখ করা হয়, বেনে বেরাক ও রামাত হাশারনসহ কিছু এলাকায় এরই মধ্যে বহনযোগ্য আশ্রয়কেন্দ্র দেওয়া হয়েছে।