হোয়াইট হাউসে সোমবার উচ্চ বাজির বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইউক্রেনের সঙ্গে প্রতিবেশী রাশিয়ার দীর্ঘ যুদ্ধ বন্ধের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত বৈঠকে দুই প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেন ইউরোপের কয়েকটি দেশের নেতারা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে ট্রাম্পের বৈঠকের তিন দিন পর হোয়াইট হাউসে একাধিক বৈঠক হলো।
এবিসি নিউজ জানায়, ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ওভাল অফিসের বিস্ফোরক বৈঠকের প্রায় ছয় মাস পর আবার অ্যামেরিকায় আমন্ত্রণ পেয়ে বৈঠকে বসেন জেলেন্সকি।
সপ্তাহের প্রথম কর্মদিবসে বৈঠকগুলো শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি পুতিনকে কল করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার বৈঠকের আয়োজন শুরু করেছেন তিনি। বৈঠক কোথায় হবে, তা এখনও ঠিক করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, পুতিন ও জেলেন্সকির মধ্যকার বৈঠকের পর তিন প্রেসিডেন্টের বৈঠক হবে, যেখানে প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সমন্বয় করছেন।
এদিকে ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাপের পর রুশ প্রেসিডেন্টের শীর্ষ সহকারী জানান,দুই রাষ্ট্রপ্রধান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে তাদের সমর্থন ব্যক্ত করেছেন।
পুতিনের সহকারী ইউরি উশাকভ আরও জানান, সরাসরি আলোচনার ক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।