ব্রুকলিনে ছাদের রেলিং ধসে শ্রমিক নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২৫, ২২:০১ হালনাগাদ: অক্টোবর ২৮ ২০২৫, ৯:৩০

সাইপ্রেস হিলসের বুলওয়ার ও হিথ প্লেসের মধ্যবর্তী ২২৪ হাইল্যান্ড বোলেভার্ড এলাকায় বেলা তিনটার ঠিক আগে দুর্ঘটনাটি ঘটে। ছবি: আইউইটনেস নিউজ

সাইপ্রেস হিলসের বুলওয়ার ও হিথ প্লেসের মধ্যবর্তী ২২৪ হাইল্যান্ড বোলেভার্ড এলাকায় বেলা তিনটার ঠিক আগে দুর্ঘটনাটি ঘটে। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

কর্মকর্তারা জানান, রেলিং ধসে পিঠে পড়ার সময় ঘটনাস্থলে কাজ করছিলেন ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি। ভুক্তভোগীকে ক্রেন দিয়ে ধ্বংসাবশেষ থেকে সরানো হয়।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মঙ্গলবার একটি বহুতল ভবনের ছাদের কিনারার রেলিং ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, সাইপ্রেস হিলসের বুলওয়ার ও হিথ প্লেসের মধ্যবর্তী ২২৪ হাইল্যান্ড বোলেভার্ড এলাকায় বেলা তিনটার ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, রেলিং ধসে পিঠে পড়ার সময় ঘটনাস্থলে কাজ করছিলেন ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি। ভুক্তভোগীকে ক্রেন দিয়ে ধ্বংসাবশেষ থেকে সরানো হয়।

ব্রুকডেইল হসপিটালে নেওয়ার পর তাকে মৃত বলে জানান চিকিৎসকরা।

আইউইটনেস নিউজের খবরে উল্লেখ করা হয়, দুর্ঘটনার বিষয়টি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসে অবহিত করা হয়েছে।