নিউ জার্সিতে মঙ্গলবার বয়স্ক এক নারী শেয়ালের কামড়ের শিকার হওয়ার পর স্টেইটের বাসিন্দাদের ব্যাপক সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, প্রধান সড়কের কাছে ব্রায়ান ড্রাইভ এলাকায় ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, ৬১ বছর বয়সী ওই নারীর পায়ে কামড় দেয় শিয়ালটি। পরে তার বাড়ির পেছন দিয়ে দৌড়ে চলে যায় প্রাণীটি।
ভুক্তভোগীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে যথাযথ মূল্যায়নের জন্য তাকে নেওয়া হয় হাসপাতালে।
শেয়ালের কামড়ের খবর পেয়ে নিউ জার্সির অ্যানিম্যাল কন্ট্রোলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকায় কুকুর নিয়ে বিচরণ করেন, কিন্তু তারা শেয়ালটিকে শনাক্ত করতে পারেননি।
ব্রায়ান ড্রাইভ এলাকাটির কাছাকাছি গাছবেষ্টিত অঞ্চল রয়েছে, যেখানে বন্যপ্রাণীর অবাধ বিচরণ আছে। ফলে ওই এলাকায় শেয়াল দেখা অস্বাভাবিক নয়, তবে মানুষকে হামলার ঘটনা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কর্মকর্তারা ঘটনাস্থল ও আশপাশের এলাকার লোকজনকে বেওয়ারিশ বা বন্যপ্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে প্রাণীদের অস্বাভাবিক আচরণের বিষয়ে তাদের সতর্ক থাকতে বলেছে।
এ ছাড়া পোষা প্রাণীর মালিকদের জলাতঙ্কের টিকা সঙ্গে রাখার পাশাপাশি ঘরের বাইরে থাকা শিশু ও পোষা প্রাণীদের দেখেশুনে রাখার পরামর্শ দিয়েছেন তারা।
উত্তর নিউ জার্সিতে চলতি বছরের সেপ্টেম্বর থেকে বন্যপ্রাণী কর্তৃক কমপক্ষে পাঁচটি হামলার ঘটনা ঘটে।