
বিহারে চোখে দাঁত গজিয়েছে এক ব্যক্তির

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬ ২০২৫, ৯:৩১ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১১:০৯

চিকিৎসা বিজ্ঞানের বিরলতম ঘটনার মধ্যে এটি একটি। ছবি: টিবিএন ডেস্ক
- 0
চিকিৎসকরা সিবিসিটি স্ক্যান করে জানতে পারেন তার চোখে দাঁত গজিয়েছে।
মানব দেহে অঙ্গ-প্রত্যঙ্গের অদুভদ অসংগতির কথা আমরা প্রায়ই শুনে থাকি। তবে চোখে দাঁত গজিয়েছে এমন অদ্ভুত ক্রুটি ইতিহাসে বিরল বৈকি।
শুনতে অবিশ্বাস্য হলেও ভারতে এরকম এক ঘটনা ঘটেছে। বিহারের একটি হাসপাতালে এক ব্যক্তির চোখ থেকে দাঁত তুলে আনার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
বিবিসি বাংলা জানায়, বিহারের পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আইজিআইএমএস) থেকে বিরল এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
ওই হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক রোগীর ডান চোখে দাঁত গজিয়েছিল। যে ডাক্তার ওই রোগীর অস্ত্রোপচার করেছেন তার মতে, চিকিৎসা বিজ্ঞানের বিরলতম ঘটনার মধ্যে এটা একটা।
ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়েছিল গত ১১ই অগাস্ট। তিনি এখন সুস্থ আছেন।
এই প্রতিবেদনে, পাটনার 'ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে'-এর রোগীদের গোপনীয়তা বিষয়ক নীতি অনুসরণ করে আক্রান্ত ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে।
৪২ বছর বয়সী বিহারের ওই বাসিন্দার গত বছর অক্টোবর মাসে ওপরের পাটির একটা দাঁতে হঠাৎ রক্তপাতের সমস্যা দেখা দেয়। স্থানীয় ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিয়ে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি।
চলতি বছরের মার্চ মাসে আবার সমস্যা দেখা দেয়। সেই সময় রমেশ কুমার অনুভব করেন যে তার ডান চোখ এবং দাঁতের মাঝখানে, অর্থাৎ গালে পিণ্ডর মতো কিছু একটা রয়েছে। এইবার ওই ডাক্তার তাকে চিকিৎসার জন্য পাটনা যাওয়ার পরামর্শ দেন।
ওই ব্যক্তি জানান, জুন মাসে তিনি আইজিআইএমএসে দাঁতের চিকিৎসকের কাছে যান। চিকিৎসকরা সিবিসিটি স্ক্যান করে জানতে পারেন তার চোখে দাঁত গজিয়েছে।
বিশেষজ্ঞদের সার্জারি টিমে ছিলেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রিয়ঙ্কর সিং। প্রথমে প্রিয়ঙ্কর সিং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি চোখের কাছে একটা ছেদ করে এই অস্ত্রোপচার করবেন। কিন্তু রোগীর বয়স এবং তার পেশার বিষয়ে বিবেচনা করে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন।
ঠিক হয়, 'ইন্ট্রা ওরাল' বা মুখের ভেতর দিয়ে সার্জারি করা হবে। মুখের ভেতরে অথবা চোয়ালে একটা ছেদ করে ওই অস্ত্রোপচার করা হয়। এর জন্য ১০ থেকে ১২টা সেলাই পড়েছে।
অস্ত্রোপচারের পর রোগীর চোখ এখন সম্পূর্ণ ঠিক আছে। তার দৃষ্টিশক্তিও আগের মতোই রয়েছে।
প্রিয়ঙ্কর সিং বলেছেন, অনেক জিনিস রয়েছে যা আমাদের শরীরের গঠনের সময় তাদের স্বাভাবিক জায়গার বদলে শরীরের অন্য জায়গায় গঠিত হয়।
যখন একজন শিশু মাতৃগর্ভে থাকে এবং তার মুখমণ্ডল একটু একটু করে গঠন হয়, সেই সময় যদি দাঁত তৈরির উপাদান অন্যত্র কোথাও ছিটকে চলে যায় তাহলে শরীরের ওই অংশেই সেটা বেড়ে উঠতে থাকে।
এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এবং দাঁতটা ফ্লোর অফ দ্য অরবিটে গজিয়ে গেছে।